100+ Best Sad Status Bangla – বাংলা দুঃখের স্ট্যাটাস
Sad status Bangla : দুঃখ এমন এক অনুভূতি যা সহ্য করার ক্ষমতা অনেকের থাকে না । প্রিয়জনকে হারিয়ে মানুষ দিশাহারা হয়ে পরে। তবে সেই দুঃখ সবার সাথে শেয়ার করে নিলে অনেক পরিমানে কমে যায়। তাই এই দুঃখ হোয়াটস্যাপ, ফেসবুক, বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে ভাগ করে নিলে আমাদের দুঃখ, কষ্ট অনেকটাই কোন যায়। তাই আজ আমরা এরকম বেশ কতগুলো দুঃখের স্ট্যাটাস পোস্ট করছি এই দুঃখ সবার সাথে ভাগ করে মন হালকা করে নেবার জন্য। emotional status bangla ।
Bangla Emotional Status
কতগুলি Bangla Emotional Status দেওয়া রইলো।

পৃথিবীতে সবকিছু বুজতে
সময় লাগে,
কিন্তু ভুল বুঝতে একটা
মুহূর্তই যথেষ্ট !

আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা,
যেখানে লেখা ছিলো হাজারো স্বপ্নের কথা,
শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা,
যেখানে জমা আছে অনেক ব্যাথা।

মনে ছিলো কতো স্বপ্ন ,
ছিলো কতো আসা..
সব কিছুই মিথ্যে ছিলো
তোমার ভালোবাসা।
Bengali Shayari sad

মানুষের মুখের ভাষা যখন
অসহায় হয়ে যায়
তখন চোখের জল
কথা বলে।

যে সব মানুষেরা খুব ছোট ছোট বিষয়ে
ইমোশনাল হয়ে কেঁদে ফেলে ,
জীবনে বড়ো ধাক্কায় তাদেরই
চোখের জল শুকিয়ে যায়।

চাঁদ তুমি শুনবে কি
আমার মনের কথা ?
সত্যি বলছি আমিও যে
তোমার মত একা..!

নিজেকে যদি শক্তিশালী করে
তুলতে চাও।
তাহলে একলা
কিভাবে থাকতে হয়,
তা শিখে নাও।
Sad caption in bengali for boys and girls
জন্ম হয় একবার মরণ হয় একবার,
ভালোবাসা হয় একবার, মন ভাঙে একবার,
যদি সব কিছু হয় একবার,
তবে আমি কেন মিস করি বারবার?

তুমি হারিয়ে গেছ তাতে কি?
তোমার মাঝে আমি এখনো
আছি, কি ভাবছো?
চোখ বন্ধ করে আমায়
অস্বীকার করতে পারবে কি?
ভালোবাসতে চেয়েছি,
ভালোবেসেছি, তুমি
ভালোবাসনি তাতে কি?
এ কেমন অবাক পৃথিবীতে বাস করি,
ভালোবাসার কথা বলার মত দুই একজন থাকলেও,
তা বোঝার মত কেউ নেই ।

যেখানে স্বপ্ন আমাদের
এক করতে পারে না
সেখানে বাস্তবতা তাে নির্মম।
বাংলা কষ্টের স্ট্যাটাস

হাজারো ব্যস্ততার মাঝে তোমার কথা ভাবি,
খুলে দেখো দুটি আঁখি,
নীল আকাশে উড়ছে পাখি,
পাখিরা সবাই গান গেয়ে শোনায়,
আমি এখন ভাবছি তোমায়।

ধীরে ধীরে যত বয়স বাড়ছে
না পাওয়ার গল্পেরা
তত বুকে পাথর চেপে বসছে।
কষ্টে ভরা জীবন আমার, দুঃখ ভরা মন,
মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন!
তারার সাথে থাকি আমি, চাঁদের পাশাপাশি,
আজব এক মানুষ আমি দুঃখ পেলেও হাসি!
sad post bangla
দেওয়া রইলো sad post bangla।
কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না,
ভালবাসা ছাড়া কোন সম্পর্ক তৈরি হয় না..
জীবনে একটা কথা মনে রেখো,
কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না।

সাগরের বুকে আছে সহস্র ঢেউ,
তোমায় কত মিস করি জানে না কেউ,
সূর্য দেবে আলো যত দিন,
তোমায় মিস করবো আমি ততদিন।

হাসি সব সময় আনন্দের অনুভূতি বোঝায় না,
এটা মাঝে মাঝে এটাও বোঝায়
যে আপনি কতটা কষ্ট লুকোতে পারেন!
Best sad status in Bengali

যে ধোঁকা দেয়,
সে চালাক হতে পারে!
তবে যে ধোঁকা খায়,
সে বােকা নয়, সে বিশ্বাসী!

আবেগ হল মোমবাতির মতো,
যা কিছুক্ষণ পর নিভে যায়।
আর বিবেক হল সূর্যের মতো
যা কখনাে নেভে না।

সময় বদলে যায় জীবনের সঙ্গে,
জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে,
সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে,
আপনজন বদলে যায় সময়ের সঙ্গে।

ঝরে যাওয়া পাতা জানে।
স্মৃতি নিয়ে বাঁচার মানে।
হয়তো বা আমি ঝরে যাবো
সময়ের তালে তোমার মনে।
Sad Love Status Bangla
সুখ নামের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি,
আমার কষ্টের ভাগ নিতে কেউ হয়না রাজি,
এ জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা,
শান্ত নদীর মাঝে আমি তাই একা।

মধ্যবিত্ত ঘরের ছেলের
পকেট ভর্তি টাকা থাকে না!
থাকে মাথা ভর্তি টেনশন !
ভালোবাসার মানুষের দেওয়া সব কষ্টই মেনে নেওয়া যায়,
শুধু মেনে নেওয়া যায়না, তার চলে যাওয়ার কষ্টটা।
ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে
ডুবিয়ে রাখে যে।
কামনা করি স্মৃতি ছাড়াই
ভালো থাকুক সে।
হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত,
হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত,
হারিয়ে গেছে প্রথম প্রেমে টুকরো হওয়া মন,
চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন।

তাকেই বেশি মনে পরে
যে সারাদিন একবারও
আমার খোঁজ নেয় না !!
Sad Caption Bengali
নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে,
গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে,
রাতের কষ্ট হয় চাঁদ হারিয়ে গেলে,
আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে।

তুমি বলেছিলে পৃথিবী বদলে
গেলেও বদলাবেনা তুমি,
সেই কথা বোকার মত বিশ্বাস
করেছিলাম আমি,
আজ পৃথিবী ঠিকই আছে
শুধু বদলে গেছো তুমি।
মন তাকেই পছন্দ করে
যে ভাগ্যে থাকে না !

খালি হাতে এসেছি, খালি হাতে যাবো,
ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো,
বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়,
ক্ষনিকের মেলা-মেশা সবই অভিনয়।


ছেড়ে দিলে যদি ভালো থাকে
তাহলে ছেড়ে দাও,
কারন ভালো রাখার নাম
ভালোবাসা ।
Heart Touching Sad Quotes Bengali

মন ভাঙ্গলে চোখের কোনে
আছড়ে পড়ে ঢেউ ,
বুকে কতটা কান্না চাপা থাকে,
জানতে পারেনা কেউ ।

তীরটা যখন বুকে ঢুকলো তখন
একটুও কষ্ট পায়নি,
যখন দেখলাম মানুষটা
আমারি পরিচিত তখনই কষ্ট পেয়েছি।

আমি সবার মন ভালো
রাখার চেষ্টা করি,
কিন্তু সবাই ভুলে যায়
আমারাে একটা মন আছে।
Sad Silence in Love Pic

কার ভিতরে কেমন মানুষ
লুকিয়ে আছে সেটা
শুধু সময় বলে দেয় …

চিৎকার করে কখনও নিজেকে
নির্দোষ প্রমাণ করা যায়না!
মাঝে মাঝে চুপ থাকতে হয় !
Bangla Sad Status for Facebook
দেওয়া রইলো কিছু sad status bangla । ফেসবুকের জন্য খুব দুঃখের কতগুলি ক্যাপশন দেওয়া রইলো।

চায়ের কাপে ভেজানো বিস্কুট
একটাই শিক্ষা দেয়।
কারোর প্রতি এতটাও ডুবে যেওনা
যাতে নিজেকেই
ভেঙে পরতে হয়।

যে বৃষ্টির ফোঁটা তোমায় আজ
নতুন প্রেমের স্পর্শ মাখায়,
সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম
দুচোখের জল লুকায়।

মানুষ তখনই নিখোঁজ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে;
যখন তাকে বোঝার মতো কেউ আর থাকে না!
আমি কি ভাবে ভুলে যাবো তাকে
মৃত্যু তো দেহের , স্মৃতির নয়।
তার ছেড়ে যাওয়া আমাকে অনেক শিক্ষা দিয়েছে
এখন কাউকে নতুন করে পাবার ইচ্ছে নেই
না আছে কাউকে হারিয়ে ফেলার ভয়।